প্রকাশিত: Wed, Dec 13, 2023 9:51 PM
আপডেট: Tue, Jan 27, 2026 9:25 AM

[১]রেললাইন কেটে ফেলায় গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেসের ৭ বগি লাইনচ্যুত, নিহত ১ আহত ১০

এ এইচ সবুজ, গাজীপুর: [২] জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, বুধবার ভোর চারটা থেকে সোয়া চারটার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস। কিছুদূর যাওয়ার পর ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। পরে দেখা যায়, দুর্বৃত্তরা রেললাইনের ২০ ফুট পাত কেটে ফেলেছে। এর পর থেকে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বুধবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। ১৪ ঘণ্টা পর রাত সাড়ে ৭টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

[৩] গাজীপুরের জেলা প্রশাসক আবদুল্লাহ আল আরেফিন বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, দুর্বৃত্তরা নাশকতা সৃষ্টির উদ্দেশে রেললাইন বিচ্ছিন্ন করে দেয়। রেললাইন বিচ্ছিন্ন করার জন্য গ্যাসলাইন ব্যবহার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি গ্যাস সিলিন্ডারও উদ্ধার করা হয়েছে।

[৪] বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ শফিকুর রহমান বলেন, ঘটনার পর ট্রেন চলাচলে বিঘ্ন ঘটলেও ময়মনসিংহ-ভৈরব রেললাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। দুর্ঘটনায় নিহতের পরিবারকে ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।

[৫] ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নূরুল  ইসলাম বলেন, দুর্ঘটনা ঘটিয়ে হাজার হাজার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে যেসব নাশকতাকারীরা এত বড় পরিকল্পনা করে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। রেলওয়ের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হবে। 

[৬] নিহত ব্যক্তি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার রৌহা সাইটা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে আসলাম হোসেন। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন। এছাড়াও ট্রেন দুর্ঘটনায় আহত চালক ইমদাদুল হক  ও তার সহকারী মো. সবুজ মিয়াকে  ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার  তাদের হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ইমদাদুলের অবস্থা গুরুতর।

[৭]  রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় শুধু রেললাইনের বগি ও ইঞ্জিনই ক্ষতিগ্রস্ত হয়নি, প্রায় ৩০০ ফুট রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১০০টি স্লিপার পুরোপুরি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

[৮] এ দুর্ঘটনা তদন্তে রেলওয়ে ও জেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি কমিটি করা হয়েছে। রেলওয়ে কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান বলেন, আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি ঘটনাটি দুর্বৃত্তরা নাশকতার ঘটানোর জন্য করেছে। তারপরও সঠিক কারণ অনুসন্ধানে বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলীকে সৌমিক শাওন কবিরকে আহ্বায়ক করে সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিভাগীয় পরিবহন প্রকৌশলী, বিভাগীয় যাত্রী প্রকৌশলী, বিভাগীয় চিকিৎসকও আছেন এই কমিটিতে।

[৯] অন্যদিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবিরকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি করার কথা জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। দুটি কমিটিকেই তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। সম্পাদনা: মুরাদ হাসান, সালেহ্ বিপ্লব